Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বেনাপোল সীমান্ত থেকে গাঁজা-ফেনসিডিল জব্দ

বেনাপোল অফিস | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০১৯, ১:৪৭ পিএম

যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে পৃথক অভিযান চালিয়ে ৪২ কেজি গাঁজা ও ২৬৪ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় কোনো পাচারকারীকে আটক করা যায়নি।
আজ মঙ্গলবার ভোরে বেনাপোল সীমান্তের রঘুনাথপুর ও বেনাপোল এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
সূত্রে জানা যায়, ভোরে বেনাপোল সীমান্তের রঘুনাথপুরের ঘিবা এলাকায় অজ্ঞাতপরিচয় ৫ থেকে ৬ জন ব্যক্তি ব্যাগ বহন করে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। খবর পেয়ে বিজিবি টহল দল তাদের ধাওয়া করলে মাদক পাচারকারীরা ব্যাগগুলো ফেলে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যান। পরে তাদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ৪২ কেজি গাঁজা জব্দ করা হয়।
এদিকে বেনাপোলে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৬৪ বোতল ফেনসিডিল পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়।
বিজিবির ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক জানান, জব্দকৃত মাদকদ্রব্যে আনুমানিক মূল্য পাঁচ লাখ পঁচিশ হাজার টাকা। জব্দকৃত মাদকদ্রব্য বেনাপোল পোর্ট থানায় পাঠানোর কার্যক্রম চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ