Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

কাপ্তাইয়ে বিজ্ঞানবিষয়ক সেমিনার

কাপ্তাই (রাঙামাটি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় গতকাল মঙ্গলবার কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা। ‘বিজ্ঞান শিক্ষাই বিজ্ঞান মনস্ক জাতি গঠণের নিয়ামক শক্তি’ এই প্রতিপাদ্য বিষয়ক সেমিনারে শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক এবং সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেলের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তংচংঙ্গ্যা, মহিলা ভাইস চেয়ারম্যান নুরনাহার বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা সামসুল আলম চৌধুরী। সেমিনারে বিজ্ঞান বিষয়ে কি-নোট পেপার উপস্থাপন করেন কর্নফুলি সরকারি কলেজের উপাধ্যক্ষ মোহাম্মাদ সিরাজ উদ্দিন। সেমিনারের আগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ১৩টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩৯ জন শিক্ষার্থী অংশ নেন। প্রতিযোগিতায় কাপ্তাই নৌ বাহিনী স্কুল চ্যাম্পিয়ন এবং কাপ্তাই শিশু নিকেতন রানার্সআপ হবার গৌরব অর্জন করেন। পরে অংশগ্রহনকারীদের মধ্য পুরস্কার বিতরণ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ