জঙ্গি হামলার খবর পেয়েও শুটিংয়ে ব্যস্ত ছিলেন মোদি!

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় যখন ছিন্নভিন্ন হয়ে যাচ্ছিলেন সিআরপি সেনারা, তখনও দেশটির
ভারতের আসাম-ত্রিপুরা সীমান্তে দেশটির পুলিশ ১২ শিশু ও ৯ নারীসহ ৩০ জন রোহিঙ্গাকে গ্রেফতার করেছে। সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে আসাম পুলিশ। আসামের স্থানীয় সংবাদমাধ্যম আসাম ট্রিবিউন এখবর জানিয়েছে। আসামের করিমগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর দফতর) ইনম শৈকিয়া মঙ্গলবার বলেছেন, চুরাইবারি চেক পয়েন্টে নিয়মিত চেকআপের সময় রোহিঙ্গাদের আটক করা হয়েছে। ইনম বলেন, চেকপোস্টে নিয়মিত জিজ্ঞাসাবাদের সময় রোহিঙ্গাদের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। তারা পাসপোর্ট আইন ভঙ্গ করেছে। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। অধিকতর তদন্ত চলছে। আসাম ট্রিবিউন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।