Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

নাটোরে মানববন্ধন

প্রকাশের সময় : ১২ মে, ২০১৬, ১২:০০ এএম

নাটোর জেলা সংবাদদাতা
মজুরি কমিশনসহ ছয় দফা বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার সকালে নাটোর সুগারমিলের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করা হয়েছে। নাটোর চিনিকল ও শ্রমিক-কর্মচারী ইউনিয়নের আহ্বানে সেক্টর কর্পোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশন সমন্বয় পরিষদের চলমান আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে এই মানববন্ধন করা হয়। নাটোর চিনিকলের সিবিএ সভাপতি ও শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক মোঃ হাবিবুল্লার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সিবিএ সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, সহ যুগ্ম সম্পাদক আব্দুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী, অর্থ সম্পাদক মোকাম্মেল আলী ও সমাজ কল্যাণ সম্পাদক আসাদুজ্জামান টিপু। মজুরি কমিশনসহ ছয় দফা বাস্তবায়নের দাবিতে স্টিল, সুগার ও বন শিল্প কর্পোরেশনের সম্বনয়ে সেক্টর কর্পোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশন সমন্বয় পরিষদের আয়োজনে গত ২০ এপ্রিল থেকে সেক্টর বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে আসছে। মানববন্ধনে বিপুলসংখ্যক শ্রমিক-কর্মচারী অংশ নিয়ে অবিলম্বে শ্রমিকের ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য সরকারের জোর দাবি জানান। অন্যথায় সেক্টর কর্পোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশন পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাটোরে মানববন্ধন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ