Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

‘মণিকর্ণিকা’ আর ‘থাকরে’ মুক্তি পাচ্ছে কাল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

আগামীকাল বলিউডে নির্মিত ‘মণিকর্ণিকা- ঝাঁসি কি রানি’, ‘থাকরে’ মুক্তি পাচ্ছে। একদিন পর মুক্তি পাবে ‘মনসুখ চতুর্বেদী কি আত্মকথা’। পিরিয়ড ওয়ার ড্রামা ‘মণিকর্ণিকা- ঝাঁসি কি রানি’ মুক্তি পাচ্ছে যি স্টুডিওস এবং কায়রোস কনটেন্ট স্টুডিওসের ব্যানারে। কমল জৈন ফিল্মটি প্রযোজনা করেছেন। কঙ্গনা রানৌত এবং কৃষের পরিচালনায় অভিনয় করেছেন কঙ্গনা রানৌত, যীশু সেনগুপ্ত, ড্যানি ডেনজোংপা, তাহের শাব্বির, সুরেশ ওবেরয়, অঙ্কিতা লোখান্ড, কুলভূষণ খারবান্ডা, মোহাম্মদ জিশান আয়ুব, অতুল কুলকার্নি এবং মিষ্টি। সঙ্গীত পরিচালনায় শঙ্কর মহাদেবন, এহসান নুরানি এবং লয় মেনডোনসা। রয়টার্সে এন্টারটেইনমেন্টের ব্যানারে ‘থাকরে’ মুক্তি পাচ্ছে। বায়োগ্রাফিকাল ড্রামা ধারার ফিল্মটি প্রযোজনা করেছেন সঞ্জয় রাউত। আভিজিত পানসের পরিচালনায় অভিনয় করেছেন নেওয়াজউদ্দিন সিদ্দিকি, অমৃতা রাও, আবদুল কাদির আমিন, সুধীর মিশ্র, ল²ণ সিং রাজপুত, অঙ্কুশ যাদব, নিরানিয়ান জাবির, রাধা সাগর এবং সতীশ আলেকার। সঙ্গীত পরিচালনা করেছেন রোহণ-রোহণ, স›দ্বীপ শিরোদকার এবং অমর মহিলি। সচীন গুপ্ত’র পরিচালনায় ‘মনসুখ চতুর্বেদী কি আত্মকথা’য় অভিনয় করেছেন সিকান্দার খান, মোনিকা, স›দ্বীপ সিং, শালিনী চৌহান এবং অনামিকা শুক্লা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ