Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

তুষার ও বৃষ্টিপাতে বিপর্যস্ত উ. ভারত

জমে গেছে নায়াগ্রা, যুক্তরাষ্ট্র ও কানাডায় ভারী তুষারপাত অব্যাহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

ভারী তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখন্ড। মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে ভারী তুষারপাত। জম্মু-কাশ্মীরের বানিহাল সেক্টরে নতুন করে এদিন সকাল থেকে তুষারপাত শুরু হওয়ায় বন্ধ হয়ে গেছে জম্মু-শ্রীনগর ছয় নম্বর জাতীয় সড়ক। জাতীয় সড়কের উপর প্রায় এক ফুট পুরু তুষার জমে রয়েছে। ফলে নিরাপত্তার কারণে সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে জাতীয় সড়ক। প্রবল তুষারপাতের সঙ্গে শুরু হয়েছে তুমুল বৃষ্টি। শ্রীনগরের তাপমাত্রা নেমে গিয়েছে হিমাঙ্কের প্রায় তিন ডিগ্রি সেলসিয়াস নিচে। লেহ জেলায় তাপমাত্রা হিমাঙ্কের ১৪ ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে গেছে। আগামীকাল বুধবার পর্যন্ত আবহাওয়া এমন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। খারাপ আবহাওয়ার কারণে বৈষ্ণোদেবী যাত্রায় হেলিকপ্টার এবং রোপওয়ে পরিষেবা আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে। জম্মু-কাশ্মীরের পাশাপাশি হিমাচল প্রদেশের সিমলাতেও চলছে ভারি তুষারপাত। হিমাচল প্রদেশের বিলাসপুর জেলার স্বরঘাটে বৃষ্টিভেজা রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটক বোঝাই বাস খাদে পড়ে আহত হন অন্তত ২৬ জন। ভারতের উত্তরাখন্ড রাজ্যের মুন্সিয়ারি, রানিখেত, তেহরি, চামোলির বিভিন্ন এলাকায় মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে ভারি তুষারপাত। বিস্তীর্ণ এলাকা পুরু তুষারের চাদরে ঢেকে গেছে। যান চলাচল স্তব্ধ হয়ে গেছে। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। অপর এক খবরে বলা হয়, যুক্তরাষ্ট্র ও কানাডার পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশে ভারী তুষারপাত অব্যাহত রয়েছে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কানাডার রাজধানী অটোয়ায় তাপমাত্রা বেড়ে মাইনাস ২৪ থেকে মাইনাস ১৪ ডিগ্রিতে আসলেও তুষারপাত অব্যাহত রয়েছে। তীব্র তুষারপাতের কারণে কানাডার শীতকালীন উৎসব বাতিল ঘোষণা করা হয়েছে। আগামী কয়েকদিনে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা দেশটির আবহাওয়া বিভাগের। বৈরি আবহাওয়ার কারণে দেশটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র নায়াগ্রা জলপ্রপাতে বরফ জমে যাওয়ায় এখন অনেকাংশেই পর্যটকশূন্য। সড়কে বরফ জমে যাওয়ায় বন্ধ রয়েছে যান চলাচল। এদিকে যুক্তরাষ্ট্রে ভারী তুষারপাতের অবস্থা আগের মতোই রয়েছে। এর মধ্যেই দেশটির মধ্য ও পশ্চিমাঞ্চলের অঙ্গরাজ্যগুলোতে নতুন করে সতর্কতা জারি করা হয়েছে। কানেকটিকাট, মিসৌরীসহ অন্তত ১৫টি অঙ্গরাজ্যে তুষারঝড়ের শঙ্কায় নতুন করে জারি করা হয়েছে সতর্কতা। যুক্তরাষ্ট্রেও তীব্র তুষারপাত অব্যাহত থাকায় মধ্য ও পশ্চিমাঞ্চলে জারি করা হয়েছে সতর্কতা। বন্ধ হয়ে গেছে স্কুল-কলেজ, অফিস-আদালত। এর মধ্যেই দেশটির পূর্বাঞ্চলে তুষারে চাপা পড়ে গেলো দু›দিনে ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইউরোপের অবস্থা অপরিবর্তিত রয়েছে। এছাড়া ভারত, পাকিস্তান ও জাপানের বিভিন্নস্থানে তুষারপাতে দেখা দিয়েছে বিপর্যয়। সিএনএন, রয়টার্স, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাশ্মীর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ