Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইইউ দূতদের ভ্রমণ ভিসা বাতিল করলেন আসাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বৈরুত ও দামেস্কে নিয়মিত ভ্রমণ করা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কূটনীতিক ও কর্মকর্তাদের বিশেষ ভিসা বাতিল করে দিয়েছেন। এতে গৃহযুদ্ধের শিকার মানুষদের জন্য ত্রাণ বিতরণ কর্মসূচি বাধার মুখে পড়েছে বলে জানিয়েছেন তিন ঊর্ধ্বতন ইইউ কূটনীতিক। ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর সময়ে বিরোধীদের ওপর আসাদের নিমর্ম হামলার প্রতিবাদে দামেস্কর দূতাবাসগুলো বন্ধ করে দিয়ে ইইউ দেশটির সবচেয়ে কাছের প্রধান নগরী লেবাননের রাজধানীতে তাদের কূটনৈতিক স্থাপনা ব্যবহার করেছে। কিন্তু দামেস্কে প্রবেশের জন্য ইইউ কূটনীতিক ও কর্মকর্তাদের সিরিয়ায় মাল্টিপল-এন্ট্রি ভিসার বিশেষ অনুমোদন এ মাসের শুরুতেই বাতিল হয়েছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভিসা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ