Inqilab Logo

ঢাকা, বুধবার ২৬ জুন ২০১৯, ১২ আষাঢ় ১৪২৬, ২২ শাওয়াল ১৪৪০ হিজরী।

দুস্থদের মধ্যে মেয়র নাছিরের চাল ও কম্বল বিতরণ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম | আপডেট : ১২:১৯ এএম, ২৪ জানুয়ারি, ২০১৯

ত্রাণ সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে গরীব দুঃস্থ মানুষের মাঝে কম্বল ও চাল বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন গতকাল (বুধবার) নগর ভবনে প্রধান অতিথির হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন। মোট ২৭৪ জনের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন মেয়র। এ সময় রেড ক্রিসেন্ট সোসাইটি ভাইস চেয়ারম্যান আবদুচ সালাম, সেক্রেটারি আবদুল জব্বার, সদস্য মঞ্জুরুল হক, সাফকাত জাহান, সালাউদ্দিন, মহসিন, আদনান ও যুব প্রধান ইসমাইল খান ফয়সাল প্রমুখ উপস্থিত ছিলেন। চাল ও কম্বল বিতরণকালে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি বিশ্বব্যাপী আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। বাংলাদেশেও এই প্রতিষ্ঠানের কার্যক্রম রয়েছে। রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মীরা বিভিন্ন দুর্যোগময় পরিস্থিতে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মানবসেবার জন্য এগিয়ে আসে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিতরণ


আরও
আরও পড়ুন