Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

এক দিনেই দেড় লাখ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

আগামী বছর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। সেই নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এরই মধ্যে প্রার্থিতা ঘোষণা করেছেন ডেমোক্রেট দলের বেশ কিছু প্রার্থী। তাদের মধ্যে একজন ভারতীয় বংশোদ্ভূত কমলা হারিস (৫৪)। তিনি প্রেসিডেন্ট নির্বাচনে নিজের প্রার্থিতা ঘোষণার পর প্রথম ২৪ ঘন্টায় তার তহবিলে জমা পড়েছে দেড় লাখ ডলারের বেশি অর্থ।
সোমবার এবিসি টিভির ‘গুড মর্নিং আমেরিকা’ অনুষ্ঠানে তিনি নির্বাচনে নিজের প্রার্থিতার ঘোষণা দিয়ে তিনি বলেন, তিনি এমন দিন এই ঘোষণা দিলেন যেদিন যুক্তরাষ্ট্রের ভীষণ সম্মানীত মার্টিন লুথার কিং জুনিয়র ভারতের মহাত্মা গান্ধীর কাছে অনুপ্ররণা প্রার্থনা করেছিলেন।
ফক্স নিউজ মঙ্গলকার এক প্রতিবেদনে জানায়, কমলা নির্বাচনে নিজের প্রার্থীতা ঘোষণা দেয়ার ২৪ ঘন্টার মধ্যে তাকে ৩৮০০০ দাতা দেড় লাখ ডলারে বেশি সাহায্য দিয়েছেন প্রচারণা চালাতে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ