Inqilab Logo

ঢাকা, বুধবার ১৯ জুন ২০১৯, ৫ আষাঢ় ১৪২৬, ১৬ শাওয়াল ১৪৪০ হিজরী।

কুবিতে হল প্রাধ্যক্ষসহ তিন প্রশাসনিক পদে নতুন নিয়োগ

কুবি সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৯, ১:০৯ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দুই আবাসিক হলে নতুন প্রাধ্যক্ষ ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের নতুন অতিরিক্ত পরিচালক নিয়োগ দেয়া হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোঃ আবু তাহের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।

অফিস আদেশ সূত্রে জানা যায়, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে প্রাধ্যক্ষ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস মিয়া এবং নবাব ফয়জুন্নেসা চৌধুরাণী হলের প্রাধ্যক্ষ হিসেবে গণিত বিভাগের সহকারী অধ্যাপক জিল্লুর রহমান নিয়োগ পেয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর অতিরিক্ত পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক বনানী বিশ্বাসকে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুবি

২৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন