দূর-দূরান্ত থেকে আসছেন নেতাকর্মীরা, চলছে বিশেষ ট্রেন

আজ রোববার (২৯ জানুয়ারি) দলটির বিভাগীয় জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ বিএনপির ১৪ নেতার আগাম জামিন স্থগিতের বিষয়ে শুনানি আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে বিএনপি নেতাদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি নেতাদের অপর আইনজীবী ব্যারিস্টার এহসানুর রহমান। তিনি বলেন, রাজধানীর হাতিরঝিলসহ বিভিন্ন থানায় দায়ের করা নাশকতার পৃথক মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির শীর্ষ ১৪ নেতার আগাম জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি এক সপ্তাহ পিছিয়ে এই আদেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। আগামী ৩১ জানুয়ারি এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া অন্যান্য কেন্দ্রীয় নেতারা হলেন ব্যারিস্টার মওদুদ আহমেদ, খন্দকার মাহবুব হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, মো. শাহজাহান, বরকত উল্লাহ বুলু, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ডা. জাহিদ হোসেনসহ ১৪ জন। তাদের জামিন বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষের করা আপিল আবেদনের আংশিক শুনানি হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।