Inqilab Logo

ঢাকা বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি ২০২১, ১৪ মাঘ ১৪২৭, ১৪ জামাদিউস সানী ১৪৪২ হিজরী

ইন্দোনেশিয়ায় বন্যা ভূমিধসে নিহত ৫৯

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৯, ১২:১১ এএম

ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে এখন পর্যন্ত ৫৯ জনের মৃত্যু হয়েছে। দেশের দক্ষিণাঞ্চলীয় সুলায়েশি প্রদেশে ভয়াবহ বন্যা ও ভূমিধসে এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছে। নিখোঁজদের উদ্ধারে কাজ করে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। বুধবার এবং বৃহস্পতিবার সুলায়েশি দ্বীপের দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাত ও শক্তিশালী ঝড়ো বাতাস আঘাত হানার পর প্রায় সাড়ে তিন হাজার মানুষকে তাদের বাড়ি-ঘর থেকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। ভারী বৃষ্টিপাতে নদীর পানি বেড়ে যাওয়ায় নয় জেলার বহু মানুষ বিপর্যয়ের মুখে পড়েছেন। দক্ষিণ সুলায়েশির দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান সিয়ামসিবার বলেন, আমি এমন খারাপ পরিস্থিতি আর দেখিনি। এটাই সবচেয়ে খারাপ সময়। তিনি শুক্রবার জানিয়েছেন, এখনও পর্যন্ত ২৫ জন নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত নিহতের সংখ্যা ছিল ৩০। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গোয়া জেলা। সেখানে ৪৪ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। সুলায়েশির প্রধান হাইওয়ে বন্ধ থাকায় হেলিকপ্টারের মাধ্যমে জরুরি সহায়তা প্রদান করছে কর্তৃপক্ষ। এএফপি।

  

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইন্দোনেশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ