ভারতের সিরাম ইনস্টিটিউটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচজনের প্রাণহানি

ভারতে কোভিড-১৯ এর টিকা উৎপাদনকারী সিরাম ইনস্টিটিউটের নির্মাণাধীন এক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে।
সউদী আরবের একটি অঞ্চলকে প্রধান বিনোদন কেন্দ্রে পরিণত করার জন্য বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে দেশটি। এতে ওই অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে থাকছে ১০ লাখ রিয়াল। গত মঙ্গলবার রিয়াদে আয়োজিত এক অনুষ্ঠানে সউদী বিনোদন কর্তৃপক্ষের ভবিষ্যৎ কৌশল তুলে ধরে এ ঘোষণা দেয়া হয়। সেখানে চলতি বছর কী ধরনের অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে তা তুলে ধরেন সংস্থার প্রধান তুর্কি আল শেখ। এতে বলা পরিকল্পনার অংশ হিসেবে বলা হয়, অনুষ্ঠানে কোরআন তেলাওয়াতের একটি প্রতিযোগিতা থাকছে। যেখানে প্রথম পুরস্কার হিসেবে থাকবে প্রায় ১০ লাখ রিয়াল। সবচেয়ে শ্রæতিমধুর আজানের প্রতিযোগিতারও আয়োজন করা হবে। পাশাপাশি বিশ্বের শীর্ষস্থানীয় জাদুকরদের নিয়ে আয়োজনও থাকতে পারে। এ ছাড়া সউদী আরব রাষ্ট্রীয় বিনিয়োগে দেশের বিনোদন খাত উন্নয়নের পরিকল্পনার মধ্যে রয়েছে স্পেনের প্যাম্পলোনার ঐতিহ্যবাহী ষাঁড়ের দৌড়। থাকছে মোমের ভাস্কর্যের একটি জাদুঘর তৈরির পরিকল্পনা। এ ছাড়া অ্যানিমেশন ছবি আলাদিন ও দ্য লায়ন কিং-এর মতো মিউজিক্যাল এবং এনবিএর (আমেরিকার বাস্কেটবল লিগ) একটি ম্যাচও আয়োজন করার কথা ভাবছে তারা। সউদী আরবকে ওই অঞ্চলের প্রধান বিনোদন কেন্দ্রে পরিণত করার জন্য এসব পরিকল্পনা হাতে নিয়েছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বিনোদন কর্তৃপক্ষের প্রধান তুর্কি আল শেখ বলেন, এসব প্রকল্প হাজারও মানুষের কর্মসংস্থান তৈরি করবে। আর এর মাধ্যমে আয় হবে কোটি কোটি ডলার। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।