Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সব দলের অংশগ্রহণে প্রিমিয়ার হকি

প্রকাশের সময় : ১২ মে, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : দীর্ঘ তিন বছর পর সব দলের অংশগ্রহণে টার্ফে গড়াচ্ছে ঘরোয়া হকির মর্যাদাপূর্ণ আসর গ্রিন ডেল্টা প্রিমিয়ার লিগ। সর্বশেষ ২০১২ সালে এই লিগে সব দলই অংশ নিয়েছিল। মাঝে গত মৌসুমে লিগ হলেও সবাই এতে খেলেনি। ১১ দলের মধ্যে ছয়টি খেলেছিল। হকি ফেডারেশনের সঙ্গে দ্বন্দ্ব থাকার কারণে বাকি পাঁচ দল তখন অংশ নেয়নি প্রিমিয়ার লিগে। ফলে আকর্ষণ হারায় এই লিগ। ফেডারেশনের নির্বাচনকালীন জটিলতায় তিন বছর কেটে যাওয়ার পর অবশেষে ফের জমজমাট প্রিমিয়ার হকি লিগের আভাস পাওয়া যাচ্ছে আজ থেকে। এদিন বিকেল চারটায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সদ্যসমাপ্ত ক্লাব কাপ চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড ও নবাগত বাংলাদেশ রেলওয়ে। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে প্রধান অতিথি থেকে লিগের উদ্বোধন করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এমপি। এবারের প্রিমিয়ার লিগে ১২টি দল অংশ নিচ্ছে। অন্যান্যবারের মতো লিগের পৃষ্ঠপোষক হিসেবে থাকছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। দলগুলো প্রথম পর্বে লিগ ভিত্তিতে খেলে সর্বোচ্চ পয়েন্টের আলোকে শীর্ষ ছয়টি দল সুপার সিক্সে খেলবে। অংশ নেওয়া দলগুলো হলো-আবাহনী লিমিটেড, ঊষা ক্রীড়া চক্র, সাধারণ বীমা, অ্যাজাক্স এসসি, আজাদ স্পোর্টিং ক্লাব, সোনালী ব্যাংক, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব, মোহামেডান স্পোর্টিং ক্লাব, ঢাকা মেরিনার ইয়াংস, বাংলাদেশ স্পোর্টিং ক্লাব, ওয়ারী ক্লাব ও বাংলাদেশ রেলওয়ে। গতকাল আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুস সাদেক ও লিগ কমিটির সম্পাদক কাজী মঈনুজ্জামান পিলা। এ সময় উপস্থিত ছিলেন স্পন্সর গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের উপদেষ্টা এএসএম মুইজ এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাজিম তাজিক চৌধুরী। এ বারের লিগে যৌথ চ্যাম্পিয়নের কোনো সুযোগ থাকছে না। নির্দিষ্ট সময়ের পর শুট আউটের মাধ্যমে চ্যাম্পিয়ন ও রানার্স আপ নির্ধারণ করা হবে। ক্লাবগুলোর দাবির মুখে পড়ে এবার বিদেশি আম্পায়ার দিয়ে লিগে খেলা পরিচালনার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ফেডারেশন। তবে কিছু ম্যাচ বাদে প্রতিদিন একজন বিদেশি ও একজন স্থানীয় আম্পায়ার খেলা পরিচালনা করবেন। গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে দু’জনই বিদেশি আম্পায়ার থাকবেন বলেন জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুস সাদেক।’ তিনি জানান আপাতত ক্লাব কাপে আসা ওমানের দুই আম্পায়ার থানি ও ইব্রাহিম ২৬ মে পর্যন্ত বাংলাদেশে থাকছেন। এরপর হংকংয়ের দু’জন আম্পায়ার আসবেন।




 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সব দলের অংশগ্রহণে প্রিমিয়ার হকি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ