Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খুলনায় দুই মামলাবাজের অত্যাচারে অতিষ্ঠ বাস্তহারাবাসী

খুলনা ব্যুরো : | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম


খুলনার বাস্তহারা এলাকাবাসী অতিষ্ঠ দুই মামলাবাজের হাতে। জনৈক ইব্রাহিম খলিল ও বাদল এলাকায় এখন বেপরোয়া। এদের মিথ্যা মামলায় ও অত্যাচারে দিশেহারা দরিদ্র এলাকাবাসী। তাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে বিভিন্ন মহলে গণস্বাক্ষরসহ অভিযোগ করা হয়েছে।

অভিযোগে প্রকাশ, খুলনার বাস্তহারা এলাকার বাসিন্দা মো. ইব্রাহীম খলিল বাস্তহারা এলাকাবাসীকে জিম্মি করে রেখেছে। মামলার ভয় দেখিয়ে এলাকায় একের পর এক অনৈতিক কাজ করে চলেছে। এছাড়া নিরীহ মানুষদের মামলায় ফাঁসিয়ে নির্যাতন ও টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে। ৩০ বছর বয়সে এ পর্যন্ত তিনি ৬-৭টি মেয়েকে ফুসলিয়ে তার ফাঁদে ফেলে বিয়ে করে এবং বিয়ের পর তাদেরকে নির্যাতন করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ইব্রাহিমের এসকল অপকর্মের একান্ত সহযোগী মো. বাদল। সম্প্রতি এই বাদল বাস্তহারা এলাকার চা দোকানদার মো. মেহেদী হাসানের নামে মিথ্যা অভিযোগ দিয়ে থানায় ধরিয়ে নিয়ে যায়। ইব্রাহীম নামে এর পূর্বে কয়েকটি নারী অপহরণ ও নির্যাতন মামলা চলমান রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুলনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ