Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আল্লামা জুনায়েদ বাবুনগরীর পাসপোর্ট ফেরৎ চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

৪৮ ঘন্টার মধ্যে ফেরৎ না দিলে কঠোর কর্মসূচী

ফটিকছড়ি উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৯, ৩:০৯ পিএম

হেফাজত মহাসচিব এবং হাটহাজারী মাদ্রাসার নায়েবে মুহতামিম আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরীর উন্নত চিকিৎসার্থে বিদেশে নিতে সরকারের কাছে তার পাসপোর্ট ফেরৎ চেয়ে সংবাদ সম্মেলন করেছে তাঁর পরিবার।
মঙ্গলবার (২৯ জানুয়ারী) সকাল সাড়ে ১১টায় ফটিকছড়ি’র নাজিরহাট পৌর এলাকার বাবুনগরে আল্লামা জুনায়েদ বাবুনগরীর বসত ঘরের উঠানে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তাঁরই মামা আল্লামা হাবিবুল্লাহ বাবুনগরী লিখিত বক্তব্যে এ অনুরোধ জানান। সংবাদ সম্মেলনে তাঁর পক্ষে লিখিত বক্তব্যটি পাঠ করেন, হেফাজত নেতা ও তাঁর জামাতা মাওলানা মীর মোহাম্মদ ইদ্রিছ। এ সময় উপস্থিত ছিলেন, আল্লামা জুনায়েদ বাবুনগরীর ছোটভাই মাওলানা হাফেজ মুহাম্মদ শোয়েব বাবুনগরী, হেফাজত নেতা মুফতি মুহাম্মদ রহিমুল্লাহ, মাওলানা মাহমুদ শাহ, মাওলানা সলিম উদ্দীন, মাওলানা জুনাইদ ইমামনগরী, মাওলানা আফাজুর রহমান, হাফেজ ইলিয়াছ প্রমূখ।
লিখিত বক্তব্যে আল্লামা হাবিবুল্লাহ বাবুনগরী বলেন, আমার ভাগিনা হাফেজ জুনায়েদ বাবুনগরী হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক এবং এশিয়ার বিখ্যাত একজন হাদীস বিশারদ। তিনি হাটহাজারী মাদরাসার প্রতিষ্ঠাতাদের একজন আমার দাদা আল্লামা সূফী আজিজূর রহমান বাবুনগরীর পপৌত্র এবং বাবুনগর মাদরাসার প্রতিষ্ঠাতা আমার পিতা আল্লামা শাহ হারূন বাবুনগরী (রহ:) এর অত্যন্ত প্রিয় নাতি। তার পিতা মিশকাত শরীফের বিশ্ববিখ্যাত ব্যাখ্যাগ্রন্থ ‘তানজিমুল আশতাতের’ রচয়িতা মাওলানা আবুল হাসান (রহ:) দীর্ঘদিন হাটহাজারী মাদরাসায় হাদীস এবং তাফসীর পাঠদান করেন।
আল্লামা জুনায়েদ বাবুনগরী দীর্ঘদিন জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় হাদীসের পাঠদান করিয়েছেন। তিনি হেফাজত আমীর শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর একান্ত অনুগত ছাত্র এবং খলিফা হওয়ায় তাঁর ডাকে সাড়া দিয়ে ২০০৪ থেকে হাটহাজারী মাদরাসার সিনিয়র মুহাদ্দিস হিসেবে নিয়োজিত আছেন এবং সে সূত্রে বর্তমানে নায়েবে মুহতামিমের দায়িত্বও পালন করছেন।
জুনায়েদ বাবুনগরী আমীরে হেফাজতের বিশ্বস্থ ও যোগ্য লোক হওয়ায় ২০১১ সালে সর্বসম্মতিক্রমে তাঁকে হেফাজতের মহাসচিব মনোনীত করা হয় এবং অধ্যাবদি তিনি যোগ্যতা-দক্ষতার সাথে আমীরে হেফাজতের সিদ্ধান্ত অনুযায়ী মহাসচিবের গুরুদায়িত্ব পালন করছেন।
আল্লামা জুনায়েদ বাবুনগরী ২০১৩ সালে হেফাজতের অবরোধ পরবর্তী দীর্ঘদিন কারা নির্যাতন ভোগ করেন। কারাগারে তাকে উনিশ দিন রিমান্ড নেয়া হয়। রিমান্ডের পূর্বে তিনি তেমন অসুস্থ ছিলেন না কিন্তু রিমান্ডের পর থেকে শারীরিকভাবে অসুস্থ। প্রায়ই শারীরিক অবস্থার অবনতি ঘটে। উন্নত চিকিৎসা না হবার দরূন তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য কোন পরিবর্তন হয় না। বর্তমানে সে গুরুতর অসুস্থ হয়ে ঢাকার খিদমাহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মানবেতর দিন কাটাচ্ছেন।
ঢাকার এ্যাপোলো, বারডেম এবং খিদমাহ হসপিটালের বিশেষজ্ঞ ডাক্তার, প্রফেসরগণের সমন্বয়ে বোর্ড বসিয়ে আল্লামা জুনায়েদ বাবুনগরীর সর্বশেষ শারীরিক অবস্থার কথা জানিয়ে বলেছেন, তার শারীরিক সমস্যা অবনতির দিকে। কিডনি, হার্ট, লিভার, প্রেশার, ডায়াবেটিস, পায়ের ইনফেকশনসহ সবগুলো রোগ একই সাথে মারাত্মক আকার ধারণ করেছে। একটির চিকিৎসা করলে আরেকটির জন্য সমস্যা তৈরি হচ্ছে। এর ফলে দিন দিন তার শরীরিক অবস্থার অবনতি ঘটছে।
তাই চিকিৎসায় স্বাভাবিকতা ফিরিয়ে আনা বা উন্নত কোন চিকিৎসায় সিঙ্গাপুর নেয়া অতীব জরুরী। ডাক্তারদের এমন বক্তব্যের পর আমরা পারিবীরিকভাবে খুবই শঙ্কিত।
দ্বীনি শিক্ষা-দীক্ষা আমাদের পূর্বপুরুষদের পেশা ও নেশা। রাজনৈতিক কোন উচ্চাভিলাষ আমাদের পরিবারে নেই। শুধু আল্লাহ এবং রাসুলের ভালবাসায় আমীরে হেফাজতের সিদ্ধান্তে নাস্তিক-মুরতাদ বিরোধী হেফাজতের আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ২০১৩ সালে মুমূর্ষ অবস্থায় কারামুক্তির পর ডাক্তারদের পরামর্শে উন্নত চিকিৎসার লক্ষ্যে দেশের বাইরে যাবার জন্য পাসপোর্ট নবায়ন করতে দিলে তাঁর পাসপোর্ট জব্দ করা হয়। এ বিষয়ে প্রশাসনের উচ্চ পর্যায়ে বার বার যোগাযোগ করা হলে পাসপোর্ট দিচ্ছি; দিয়ে দেবো ইত্যাদি কথা বলে আশ্বস্থ করলেও আজ পর্যন্ত তা ফেরৎ দেয়া হয়নি। আমাদের পরিবারের পক্ষ থেকে চট্টগ্রামস্থ পাসপোর্ট অফিসে যোগাযোগ করা হলে কর্তৃপক্ষ জানিয়েছে ‘পাসপোর্ট রেডি আছে, তবে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ না থাকায় দেয়া সম্ভব হচ্ছে না’। আমার জানা মতে- জুনায়েদ বাবুনগরীর অনুরোধে আমীরে হেফাজত নিজেও মহাসচিবের পাসপোর্ট ফেরতের জন্য প্রশাসনের উচ্চ পর্যায়ে সুপারিশ করেছেন। এমনকি গত রাতেও আমীরে হেফাজত প্রশাসনের উচ্চ পর্যায়ে ফোন করে সুপারিশ করেছেন মর্মে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে।
তিনি বলেন, আমার ভাগিনা জুনায়েদ বাবুনগরী জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। এ মুহূর্তে তার উন্নত চিকিৎসার্থে আমি তাঁর মামা হিসেবে সরকারসহ সংশ্লিষ্ট সকলের কাছে তার পাসপোর্ট ফেরৎ এবং দেশের বাইরে সুচিকিৎসার লক্ষ্যে যাবতীয় বাধা নিরসনের দাবী জানাচ্ছি। একই সাথে দেশ-বিদেশের সাধারণ মুসলমান, হেফাজত নেতা-কর্মী ও মাদরাসা ছাত্র-শিক্ষক; সকলের কাছে দোয়ার অনুরোধ জানাচ্ছি।
এক প্রশ্নের জবাবে হেফাজতের গুরুত্বপূর্ণ নেতা মীর ইদ্রিছ বলেন, ৪৮ ঘন্টার মধ্যে আল্লামা জুনায়েদ বাবুনগরীর পাসপোর্ট ফেরৎ না দিলে যে কোন কর্মসূচী আসতে পারে; যেটি নিয়ন্ত্রণ করা যাবে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাবুনগরী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ