Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সমালোচনার মুখে মেসি!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৯, ৮:৪৫ পিএম

ফুটবলের রাজ্যে দীর্ঘদিন রাজত্ব করে শ্রষ্ঠত্বের প্রায় সব ব্যক্তিগত পুরস্কার জিতে নিয়েছেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি। কিন্তু তারপরও নিজ পুত্র সন্তান তিয়াগোর সমালোচনা থেকে বাঁচতে পারেননি তিনি। কথাটি জানিয়েছেন মেসি নিজেই। ফুটবল ক্যারিয়ারে পাঁচবার ব্যালন ডি’অর জিতেছেন মেসি। তার চেয়ে অধিকবার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিততে পারেনি কেউই। বার্সেলোনার হয়ে এখন পর্যন্ত জিতেছেন ৩২টি শিরোপা। ক্লাবটির সর্বকালের সেরা গোলদাতা মেসি গত মৌসুম শেষে গড়েন সর্বোচ্চ পাঁচবার ইউরোপের লিগগুলোয় সবচেয়ে বেশি গোল করার রেকর্ড। তবে বাবার এসব অর্জনে সন্তান তিয়াগো সন্তুষ্ট নয় বলে ওয়ার্ল্ড সকারকে দেয়া এক সাক্ষাৎকারে জানান মেসি।
তিনি বলেন,‘ তিয়াগো তার অন্য ভাইদের চেয়ে ফুটবলটা ভালো বোঝে কারণ সে সবার বড়। আর ফুটবল সম্পর্কিত সবকিছু নিয়েই সে কথা বলে। আমি এরই মধ্যে তার কিছু সমালোচনার মুখে পড়েছি! বার্সেলোনা, লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ- সে সবকিছুরই খোঁজ রাখে। সে এগুলো পছন্দ করে, প্রশ্ন করে এবং যখন খেলার বিষয়গুলো খুব একটা ভালো যায় না তখন সে আমাকে কিছু পরামর্শও দেয়।’
অতীতে হেরে যাওয়া ম্যাচ নিয়ে খুব বেশি আলোচনা না করলেও এখন ছেলের উৎসাহে নিজের খারাপ সময়ের বিশ্লেষণ করছেন বলে জানান মেসি। তার কথা,‘হার ও খারাপ পারফরম্যান্স মেনে নেয়া সবসময়ই কঠিন। কিন্তু কি ঘটল এবং কেন আমরা জিতলাম না তা নিয়ে কথা বলতে তিয়াগো আমাকে বাধ্য করে। এখন আমরা আগের চেয়ে অনেক বেশি কথা বলি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেসি

৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ