Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বেনাপোলে ৬ রোহিঙ্গা তরুণী আটক

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০১৯, ১১:০২ এএম

যশোরের বেনাপোলে ছয় রোহিঙ্গা তরুণীকে আটক করেছে পুলিশ। এসময় এক পাচারকারীসহ ছয়টি ভুয়া পাসপোর্ট জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বেনাপোল সীমান্তে অবস্থিত সান সিটি নামে একটি আবাসিক হোটেল থেকে পুলিশ তাদের আটক করে।

আটককৃতরা হলেন- আজিজ তাহারা (১৬), হাফিজা খাতুন (১৯),শরিফ (২০), মনজিদা খাতুন (১৫), সখিনা আক্তার (১৫), ইয়াসমিন আক্তার (১৮) ও পাচারকারী মঞ্জুর আহম্মেদ (২৮)। আটক পাচারকারী মঞ্জুরের বাড়ি চাঁদপুর জেলায়।

ভারতে পাঠানোর উদ্দেশ্যে সীমান্তের একটি আবাসিক হোটেলে বেশ কিছু রোহিঙ্গা নারীকে জড়ো করা হয়েছে- এমন খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় আরও এক পাচারকারী পালিয়ে যায়।
বেনাপোল পোর্টথানার উপ-পরিদর্শক (এসআই) লতিফ বুধবার (৩০ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোহিঙ্গা তরুণী আটক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ