Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ভারমুক্ত হলেন বিটিআরসির চেয়ারম্যান জহুরুল হক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০১৯, ৮:২৩ পিএম

ভারপ্রাপ্ত হিসেবে সাড়ে ৭ মাস দায়িত্ব পালন করার পর অবশেষে ভারমুক্ত হলেন টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থার (বিটিআরসি) চেয়ারম্যান মোঃ জহরুল হক। বুধবার (৩০ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা তাকে চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করে প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, বিটিআরসির কমিশনার পদে চুক্তিভিত্তিক নিযুক্ত কর্মকর্তা মোঃ জহুরুল হককে বাংলাদেশ টেলিযোগাযোগ আইন অনুযায়ী যোগদানের তারিখ হতে তার বয়স ৬৫ বছর অর্থ্যাৎ ২০২০ সালের ৪ ডিসেম্বর পর্যন্ত বিটিআরসির চেয়ারম্যান পদে নিয়োগ করা হলো।

এর আগে গতবছরের ১৩ মে জহুরুল হক টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। তিনি সাবেক চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদের স্থলাভিষিক্ত হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিটিআরসির চেয়ারম্যান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ