Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিকেলে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির জরুরি বৈঠক

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৯, ১০:৫৩ এএম

সমসাময়িক বিভিন্ন ইস্যুতে সিদ্ধান্ত নিতে স্টিয়ারিং কমিটির জরুরি বৈঠক ডেকেছে জাতীয় ঐক্যফ্রন্ট। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সভায় নেওয়া সিদ্ধান্তের কথা জানাবেন জোটের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

এর আগে, গতকাল বিকালে রাজধানীর মতিঝিলে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের পঞ্চম কাউন্সিলের প্রস্তুতি সভা শেষে এক সংবাদ সম্মেলন ডাকা হয়। সেখানে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেন, জাতীয় ঐক্যফ্রন্টকে বিতর্কিত করার চেষ্টা চলছে। কিন্তু আমাদের ঐক্য একশ ভাগ অটুট আছে, থাকবে। কারণ, এই ঐক্য ১৬ কোটি মানুষের ঐক্য। ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে গণবিরোধী শক্তিকে প্রতিহত করা হবে। সবাইকে নিয়ে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী হবে এই ঐক্যফ্রন্ট। আর এভাবে জাতীয় ঐক্যকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঐক্যফ্রন্ট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ