Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খোলা আকাশের নিচে মাঠে পাঠদান

পাবনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৯, ৬:১৩ পিএম

চলতি বছরের জুন মাস আসতে এখনও ৫ মাস দেরি। শুধু জুন মাস আসলেই হবে না, নির্মাণ কাজ শেষ হতেও সময় লাগবে। হয়তো বছর গড়িয়ে ২০২০ সালে পড়বে। ততদিন কমলমতি শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে মাঠে বসে শিক্ষা নিতে হবে। এই বেহাল দশা চলছে পাবনার চাটমোহর পৌর শহরের নতুন বাজার সংলগ্ন শালিখা প্রাথমিক বিদ্যালয়ে। এই বিদ্যালয়টি ১৯২৯ সালে প্রাথমিক বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পরে বেশ কয়েক বছর আগে মাত্র দুটি ভবন তৈরি হলেও শিক্ষার্থীদের পাঠদানের জন্য চাহিদা অনুযায়ী শ্রেণী কক্ষ নির্মিত হয়নি। শ্রেণী কক্ষের প্রকট সংকটে নিপতিত এই বিদ্যালয়টি। শ্রেণী কক্ষের অভাবে শিশুদের মাঠে বসেই শিক্ষা গ্রহণ করতে হচ্ছে। বর্তমানে এই বিদ্যালয়ে ৪ শতাধিক শিক্ষার্থী রয়েছে। ক্লাস রুম আছে মাত্র ৫টি। এর মধ্যে একটি রুম অফিস হিসেবে প্রধানশিক্ষক এবং সহকারি শিক্ষকগন তাদের দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছেন। প্রাক প্রাথমিক ক্লাস সহ অন্য সকল শ্রেণীর ক্লাস এক শিফটে করতে গিয়ে শিক্ষকদের হিমশিম খেতে হচ্ছে।
স্কুলের প্রধান শিক্ষিকা আনোয়ারা খাতুন সাংবাদিকদের জানান, ছোট ছোট শ্রেণী কক্ষ সংকটের কারণে শিশু শিক্ষার্থীদের মাঠের মধ্যে ক্লাস নিতে বাধ্য হচ্ছেন। বাচ্চাদের মাঠে ক্লাস নেওয়ায় অনেক অভিভাবক অসন্টুষ্ঠ হয়ে তাদের বাচ্চাকে অন্য স্কুলে নিয়ে যাচ্ছেন। শ্রেণী কক্ষের সংকট নিয়ে একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেও কোন ফল হচ্ছে না। এ ব্যাপারে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার বলেন, এই স্কুলে শ্রেণী কক্ষ সংকটের কারণে বাচ্চারা মাঠের মধ্যে ক্লাস করছে বিষয়টি তার জানা ছিল না। তিনি খুব দ্রুত সময়ের মধ্যে স্কুলটি পরিদর্শন করে প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের সাথে আলোচনা করে সমস্যাটি সমাধান কল্পে প্রয়োজনীয় ব্যবস্থা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ ব্যাপারে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, ইতিমধ্যে উপজেলার বিভিন্ন স্কুলের এ সকল সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আবেদন পাঠানো হয়েছে। আশা করছি ‘আগামী জুনের মধ্যেই এই সব স্কুলের শ্রেণী কক্ষ সংকটের বিষয়টি সমাধান হয়ে যাবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাবনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ