Inqilab Logo

ঢাকা, বৃহস্পতিবার ১৮ জুলাই ২০১৯, ০৩ শ্রাবণ ১৪২৬, ১৪ যিলক্বদ ১৪৪০ হিজরী।

আইনজীবীদের নিয়ে বৈঠক করছেন মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৯, ৮:০১ পিএম

জাতীয়তাবাদী আইনজীবীদের নিয়ে বৈঠকে বসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। বৈঠকে এড. এ জে মোহাম্মদ আলী, এড. আব্দুর রেজ্জাক খান, এড. তৈমুর আলম খন্দকার, ব্যারিস্টার শাহজাহান ওমর, এড. খন্দকার মাহবুব হোসেন, এড. আহমেদ আজম খান, এড. জয়নাল আবেদিন, এড. নিতাই রায়, ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, ব্যারিস্টার নওশাদ জমির, এড. মাসুদ আহমেদ তালুকদার, ব্যারিস্টার কায়সার কামালসহ আইনজীবীরা উপস্থিত রয়েছেন।

বিএনপি সূত্রে জানা যায়, বৈঠকে বেগম খালেদা জিয়াসহ সারাদেশে আটক বিএনপি নেতাকর্মীদের জামিনের বিষয় এবং আসন্ন বার নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মির্জা ফখরুল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ