Inqilab Logo

ঢাকা, সোমবার ১৭ জুন ২০১৯, ৩ আষাঢ় ১৪২৬, ১৩ শাওয়াল ১৪৪০ হিজরী।

শিশু-কিশোরদের শীতকালীন ক্রীড়া উৎসব

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৯, ৮:৫২ পিএম

ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় বিভিন্ন প্রতিবন্ধী সংস্থা, সংগঠন ও স্কুলের প্রায় চারশ’ শিশু-কিশোরদের অংশগ্রহনে আগামী সোমবার শুরু হচ্ছে ওয়ালটন বিশেষ শিশু কিশোরদের শীতকালীন প্রতিযোগিতা। ধানমন্ডিস্থ সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে দু’দিন ব্যাপী প্রতিযোগিতায় প্যারা অলিম্পিকের ডিসিপ্লিনগুলেতে খেলা অনুষ্ঠিত হবে। চ্যাম্পিয়ন, রানার্স-আপ দলকে ট্রফি ও মেডেল দেয়া হবে। বৃহস্পতিবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতির সহ-সভাপতি মেজর (অব.) মো. ইয়াদআলী ফকির। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটনের এফএম ইকবল বিন আনোয়ার ও এটিএন বাংলার উপদেষ্টা চেয়ারম্যান কর্নেল (অব.) মীর মোতাহার হাসান । 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন