Inqilab Logo

ঢাকা রোববার, ২৪ জানুয়ারি ২০২১, ১০ মাঘ ১৪২৭, ১০ জামাদিউস সানী ১৪৪২ হিজরী
শিরোনাম

প্রধানমন্ত্রীর চা চক্রে না যাওয়ার চিঠি দিলো ঐক্যফ্রন্ট

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৯, ২:৪৬ পিএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনার চা চক্রের আমন্ত্রণে গণভবনে না যাওয়ার বিষয়টি লিখিতভাবে জানিয়ে দলের পক্ষ থেকে গণভবনে চিঠি দিয়েছে ঐক্যফ্রন্ট। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঐক্যফ্রন্টের ৩ সদস্যের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি নিয়ে গেছেন।
 
এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ঐক্যফ্রন্টের কেউ যাবে না। ভোট ডাকাতির পর চা চক্র প্রহসন ছাড়া কিছুই না। আমরা এতে যাওয়ার প্রয়োজন মনে করি না।
 
প্রসঙ্গত, একাদশ সংসদ নির্বাচনের আগে সংলাপে অংশ নেয়া দলের সাথে শুভেচ্ছা বিনিময় করতে গত ২৬ জানুয়ারি এসব দলের নেতাদের চা চক্রের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ২ ফেব্রুয়ারি বেলা ৩টায় গণভবনে এ অনুষ্ঠান হবে


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন