Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

পরমাণু স্থাপনা ধ্বংসের প্রতিশ্রুতি উ.কোরিয়ার

দ্বিতীয় বৈঠকটি কখন ও কোথায় হবে শিগগিরই ঘোষণা : ট্রাম্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৫ এএম

উত্তর কোরিয়া তার পরমাণু সমৃদ্ধকরণ সব স্থাপনা ধ্বংসের প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন এক মার্কিন বিশেষ দূত। বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে দেওয়া ভাষণে স্টিফেন বাইগান এ তথ্য জানিয়েছেন। তিনি জানিয়েছেন,যুক্তরাষ্ট্রকে আগে উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচি ‘সম্পূর্ণভাবে বুঝতে’ হবে। উত্তর কোরিয়ার নিরস্ত্রীকরণে জবাবে যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নিতে পারে সে বিষয়ে তিনি আলোচনার পরিকল্পনা করছেন বলেও জানিয়েছেন বাইগান। বৃহস্পতিবার ওভাল অফিসে ভাষণদানকালে ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি শিগগিরই উত্তর কোরিয়ার কিম জং-উনের সঙ্গে পরিকল্পিত দ্বিতীয় শীর্ষ সম্মেলনের তারিখ ও সম্মেলনটি কোথায় অনুষ্ঠিত হবে, এ ব্যাপারে বলবেন। সম্প্রতি ওভাল অফিসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছিলেন, উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে তার দ্বিতীয় বৈঠকটি কখন ও কোথায় হবে শিগগিরই তিনি তা ঘোষণা করবেন। এর আগে গত বছর সিঙ্গাপুরে দীর্ঘদিনের বৈরি দেশ দুটির প্রধান সিঙ্গাপুরে প্রথম বৈঠকটি করেছিলেন। স্টানফোর্ড ইউনিভার্সিটিতে দেওয়া ভাষণে বাইগান জানিয়েছেন, দক্ষিণ কোরিয়া ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র কাছে পরমাণু সমৃদ্ধকরণ সব স্থাপনা ধ্বংসের প্রতিশ্রুতি দিয়েছে উত্তর কোরিয়া। তবে উত্তর কোরিয়ার পারমাণবিক প্রকল্পে ‘বিশেষজ্ঞদের প্রবেশাধিকার ও পর্যবেক্ষণ প্রক্রিয়া’র বিষয়ে যুক্তরাষ্ট্রকে আগে সম্মত হতে হবে। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প এই যুদ্ধ অবসানে প্রস্তুত। আমরা উত্তর কোরিয়ায় হস্তক্ষেপ করতে চাই না। আমরা সরকারকে ক্ষমতাচ্যুত করতে চাই না।’ গত বছরের অক্টোবরে উত্তর কোরিয়া সফরকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে পরমাণু নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে জানান যুক্তরাষ্ট্রের এই বিশেষ দূত। তিনি বলেন, ‘পারমাণবিক অস্ত্রের জন্য অপরিহার্য প্লুটোনিয়াম ও ইউরেনিয়ামের সুবিধাদি ধ্বংস করা হবে বলে পম্পেওর সঙ্গে এই আলোচনায় প্রতিশ্রুতি দিয়েছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। তবে যেকোনো চুক্তিতে পৌঁছানোর আগে অবশ্যই উত্তর কোরিয়াকে তাদের পারমাণবিক সম্পদের একটি তালিকা দিতে হবে বলেও জানান মার্কিন দূত বিয়েগান। এর আগে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় অসাধারণ অগ্রগতি হয়েছিল বলে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রয়টার্স, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ