Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ভেনেজুয়েলায় আগাম নির্বাচনের ঘোষণা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:১৩ পিএম | আপডেট : ১২:৪৫ পিএম, ৩ ফেব্রুয়ারি, ২০১৯

ভেনেজুয়েলায় আগাম পার্লামেন্ট নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। শনিবার রাজধানী কারাকাসে এক ভাষণে তিনি এ ঘোষণা দেন। কয়েক হাজার সমর্থকের উদ্দেশ্যে দেয়া ওই ভাষণে মাদুরো বলেন, এ বছরই অবাধ ও নিরপেক্ষ পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিয়ম অনুযায়ী আগামী বছর এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু দেশ-বিদেশে ব্যাপক চাপের মুখে রয়েছেন মাদুরো। সামরিক বাহিনীর একাধিক কর্মকর্তা পক্ষ ত্যাগ করে স্বঘোষিত অন্তর্বর্তী প্রেসিডেন্ট হুয়ান গুইদোর পক্ষ নিয়েছে। আর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নও মাদুরোকে ক্ষমতা ছাড়ার চাপ দিচ্ছে।

এমন পরিস্থিতিতে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন মাদুরো। মূলত গত ২৩ জানুয়ারি যুক্তরাষ্ট্র সমর্থিত হুয়াদ গুইদো নিজেকে স্বঘোষিত প্রেসিডেন্ট দাবির পর থেকেই ভেনেজুয়েলার রাজনৈতিক অস্থিরতা নতুন মোড় নেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভেনেজুয়েলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ