ট্রাম্পের ‘কোক’ বোতামও সরিয়ে দিলেন বাইডেন

মাত্র দু’দিন হলো মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ক্ষমতায় এসেছেন জো বাইডেন। হোয়াইট হাউসে এসেই বাতিল করছেন
মতপার্থক্য নিরসনের আহবান জানিয়েছে চীন
যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে করা ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস (আইএনএফ) চুক্তি থেকে বেরিয়ে গেলে বিশ্বব্যাপী নতুন করে অস্ত্র প্রতিযোগিতা শুরু হতে পারে। এদিকে, যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বেরোনোর হুমকি দেওয়ার পরদিন স্নায়ু যুদ্ধকালীন ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস (আইএনএফ) চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেছেন, নতুন ক্ষেপণাস্ত্র উদ্ভাবন শুরু করবে রাশিয়া। দীর্ঘদিন ধরে রাশিয়ার বিরুদ্ধে চুক্তি লংঘনের অভিযোগ করে আসা যুক্তরাষ্ট্র শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই চুক্তির আওতায় তাদের বাধা-নিষেধ স্থগিতের ঘোষণা দেয়। মস্কো তার অবস্থান না পাল্টালে চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয় তারা। এরপর শনিবার ভøাদিমির পুতিন ওই চুক্তি স্থগিতের পাশাপাশি পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনা শুরু না করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। অপর দিকে, মার্কিন সরকার রাশিয়ার সঙ্গে ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি বা আইএনএফ চুক্তি বাতিলের যে সিদ্ধান্ত নিয়েছে তার বিরোধিতা করেছে চীন। মস্কো এরইমধ্যে পাল্টা ব্যবস্থা হিসেবে ওই চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং এক বিবৃতিতে আইএনএফ চুক্তির ব্যাপারে ‘গঠনমূলক’ আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধান বের করার আহŸান জানিয়েছেন। আরটি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।