Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা আলি খান : আমার মনে হয় না আমি মায়ের মত কিছু করতে পারব

| প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম


‘সিম্বা’ আর ‘কেদারনাথ’ দিয়েই সারা আলি খান প্রমাণ করে ফেলেছেন তিনি তার বাবা-মা বলিউড তারকা সাইফ আলি খান আর অমৃতা সিংয়ের যোগ্য উত্তরসূরি। দুই চলচ্চিত্রের পর এখন তিনি বলিউডের অনেক নির্মাতার আগামী চলচ্চিত্রের জন্য প্রথম পছন্দে পরিণত হয়েছেন। আশা করা হচ্ছে তাকে আগামীতে কার্তিক আরিয়ানের বিপরীতে এবং তার বাবা সাইফের সহ-অভিনয়ে ‘লাভ আজ কাল টু’ ফিল্মে দেখা যাবে। তাকে পর্দায় যারা দেখেছে তাদের সবার ১৯৮০’র দশকের অমৃতা সিংকে মনে পড়ে যায়। স¤প্রতি সারাকে জিজ্ঞাসা করা হয় তিনি তার মায়ের কোনও ফিল্ম রিমেক হলে তাতে তার মা রূপায়িত চরিত্রে অভিনয় করতে আগ্রহী কিনা। সারা বলেন, “আমার মনে হয় না আমার মা যা করেছে তা করতে পারব কী না। তবে এমন সুযোগ এলে আমি অবশ্যই তা করতে রাজি আছি। যেমন আমি ‘চামেলি কি শাদি’তে তার রূপায়িত চরিত্র করতে চাই। তিনি অসাধারণ কাজ করেছেন। তার স্বতঃস্ফুর্ততা আর কালজ্ঞান নিখুঁত। তার ভূমিকায় তিনি অতুলনীয়। ‘বেতাব’ চলচ্চিত্রে তার নিষ্কলুষতা আমার ভাল লাগে। তার কারণে এ চরিত্রটি সবার পছন্দ। ‘টু স্টেটস’ চলচ্চিত্রে তিনি তার দক্ষতা বজায় রেখেছেন। তার চরিত্রটি প্রধান না হলেও তিনি শক্তিশালী অভিনয় করেছেন।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সারা আলি খান : আমার মনে হয় না মায়ের মত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ