Inqilab Logo

বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

স্কোয়াশের প্রতিভা অন্বেষন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৯, ৯:৩৩ পিএম

বাংলাদেশ স্কোয়াশ ও র‌্যাকেটস ফেডারেশন প্রতিভা অন্বেষণ কার্যক্রমের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে স্কুল-কলেজের শিক্ষার্থীদের স্কোয়াশ খেলা নিয়ে আগ্রহী করে তুলছে। এ ধারাবাহিকতায় ফৌজদারহাট ক্যাডেট কলেজের পর মঙ্গলবার থেকে ঝিনাইদহ ক্যাডেট কলেজে শুরু হচ্ছে স্কোয়াশ প্রশিক্ষণ কর্মসূচী। ২৪ জন ছাত্রের অংশগ্রহণে শুরু হচ্ছে চার দিনব্যাপী এই কোচিং কার্যক্রম। সপ্তম থেকে দ্বাদশ শ্রেণীর চারজন করে ছাত্র অংশ নিচ্ছেন এ কার্যক্রমে। চূড়ান্তভাবে চারজনকে বাছাই করে পরবর্তীতে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ দেয়া হবে। এ প্রসঙ্গে স্কোয়াশ ফেডারেশনের সাধারণ সম্পাদক সোহেল হামিদ বলেন, ‘ঝিনাইদহ ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল মোহাম্মদ সাদিকুল বারীর সহযোগিতায় কলেজের কোর্টে আমরা প্রতিভা অন্বেষনের জন্য কোচিং শুরু করছি। লেবেল-১ কোচ সেন্টু চৌহান ২৪ জনকে প্রশিক্ষণ দেবে। এখান থেকে ৮/১০ জনকে বাছাই করা হবে। ভিডিও প্রজেক্টরের মাধ্যমে এই কার্যক্রম কলেজের বাকি ৩০০ শিক্ষার্থীকে দেখানো হবে। যাতে ভবিষ্যতে তাদের মধ্যেও স্কোয়াশ খেলার প্রতি আগ্রহ জন্মে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্কোয়াশ

৯ সেপ্টেম্বর, ২০২২
৫ সেপ্টেম্বর, ২০২২
২ সেপ্টেম্বর, ২০২২
১১ মার্চ, ২০২২
২১ ফেব্রুয়ারি, ২০২২
১৪ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ