Inqilab Logo

ঢাকা, শুক্রবার, ২৩ আগস্ট ২০১৯, ০৮ ভাদ্র ১৪২৬, ২১ যিলহজ ১৪৪০ হিজরী।

শেষ টেস্টে ক্যারিবীয় দলে কিমো পল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টে ক্যারিবীয় দলে নতুন করে অন্তর্ভুক্ত হয়েছেন পেসার কিমো পল। সেন্ট লুসিয়ায় শেষ টেস্ট শুরু হবে ৯ ফেব্রæয়ারি। ২-০ ব্যবধানে ইতোমধ্যে সিরিজ নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ।
স্লো ওভার রেটের কারণে শেষ টেস্টে নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছেন নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডার। তার বদলে নেতৃত্বে রয়েছেন ক্রেইগ ব্র্যাথওয়েট। দলের বাড়তি পেসার সংযুক্ত করতেই নতুন করে ডাক পড়লো পলের। নির্বাচক প্রধান কোর্টনি ব্রাউন জানালেন সে কথা, ‘জেসন হোল্ডার না থাকায় ক্রেইগ ব্র্যাথওয়েট নেতৃত্ব দেবেন। একই সঙ্গে কিমো পলকে দলে ভেড়ানো হয়েছে একই কারণে।’

স¤প্রতি প্রথম শ্রেণির ক্রিকেটে দারুণ ফর্মে রয়েছেন কিমো পল। গত বছরের জুলাইয়ে টেস্ট অভিষেকের পর বাংলাদেশে টি-টোয়েন্টি সিরিজেও খেলেছেন। গায়ানার হয়ে একটি হাফ সেঞ্চুরির সঙ্গে ২০ উইকেট নিয়েছেন। সঙ্গে রয়েছে ৬ উইকেটের সেরা বোলিং ফিগার। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন