Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বুড়িগঙ্গা তীরে আরও ২৯০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

ঢাকার কামরাঙ্গীরচরে বুড়িগঙ্গার তীর দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে তৃতীয় দিনের মত গতকালও অভিযান চালিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডবিøওটিএ)। অভিযানকালে ছোট-বড় ২৯০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সকাল সোয়া ৯টার দিকে কামরাঙ্গীরচরের লোহারপুল ও লালবাগের কামালবাগ এলাকায় এ অভিযান চলে।

বিআইডবিøওটিএর উপ-পরিচালক মিজানুর রহমান বলেন, অভিযানে দোতালা পাকা ভবন ৩টি, একতলা পাকা ভবন ৭টি, ২৩টি আধাপাকা ভবন ও ২৫৭টি টং ঘর উচ্ছেদ করা হয়। এ নিয়ে গত তিনদিনে ছোট-বড় ১ হাজার ১৯৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এছাড়া এই তিনদিনে মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে সরকারী প্রতিষ্ঠানটি। এর আগের দুই দিনে ১০৭টি পাকা ভবন, আধাপাকা ১২১টি, স’মিল ৮০টি, কারখানা ৮টি এবং ৮৮৩টি টিনের ঘর ও টং ঘর উচ্ছেদ করা হয়। ১৯ ফেব্রæয়ারি পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চলবে বলে তিনি জানান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উচ্ছেদ

১৮ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ