Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

হাইকোর্ট বিভাগের দুইটি শাখার নাম পরিবর্তন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের দুইটি শাখার নাম পরিবর্তন করা হয়েছে। পত্র বিনিময় শাখার নাম পরিবর্তন করে প্রশাসন শাখা এবং নিয়োগ শাখার নাম পরিবর্তন করে বিচার শাখায় প্রতিস্থাপন করা হয়েছে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হাইকোর্টের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশাসনিক স্বার্থে এবং শাখার কাজের সঙ্গে সামঞ্জস্য রেখে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের পত্র বিনিময় শাখার নাম পরিবর্তন করে প্রশাসন শাখা এবং নিয়োগ শাখার নাম পরিবর্তন করে বিচার শাখা করা হয়েছে। এমতাবস্থায় পত্র বিনিময় শাখার স্থলে প্রশাসন শাখা এবং নিয়োগ শাখার স্থলে বিচার শাখা ব্যবহার করতে সকল পত্র যোগাযোগ ও প্রশাসনিক কার্য সম্পাদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাইকোর্ট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ