Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদ উন্মুক্ত থাকবে: ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১:১৪ পিএম | আপডেট : ১:২৫ পিএম, ৯ ফেব্রুয়ারি, ২০১৯

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থিতা উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শনিবার আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের প্রথম ধাপের উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণার সময় তিনি একথা বলেন। এছাড়া দল থেকে মনোনয়ন পাওয়া ৮৭ প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি।

ওবায়দুল কাদের বলেন, দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডে সিদ্ধান্ত হয়েছে ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয়ভাবে মনোনয়ন দেবে না। প্রার্থিতা উন্মুক্ত থাকবে।

তিনি বলেন, সার্বিক শৃঙ্খলা ও সাংগঠনিক অবস্থা বিচার বিশ্লেষণ করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে ভাইস চেয়ারম্যান পদ উন্মুক্ত থাকবে এমন ঘোষণা দেয়ার পর পিছু হটেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ওই সময় তিনি বলেছিলেন, নির্বাচন কমিশনের সঙ্গে আলাপের পর ‘আইনি জটিলতা’ থাকায় উন্মুক্ত রাখার সিদ্ধান্ত থেকে সরে এসেছে দল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উপজেলা নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ