Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

টেকনাফে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার

প্রকাশের সময় : ১৪ মে, ২০১৬, ১২:০০ এএম

টেকনাফ উপজেলা সংবাদদাতা : টেকনাফে বিজিবির অভিযানে ফের বিপুল পরিমাণের ইয়াবা উদ্ধার করা হয়েছে। গতকাল ভোর ৪টার দিকে ২ বিজিবির জওয়ানরা টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়ার পূর্ব মাঠ এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে। যার আনুমানিক মূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা।
অভিযানে নেতৃত্ব দেন ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী। এ সময় বিজিবির তৎপরতার টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মেজর আবু রাসেল সিদ্দিকী সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন- উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার পুলিশ-বিজিবির পৃথক অভিযানে ১ লক্ষ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টেকনাফে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ