Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহেশপুর ক্লিনিকে প্রসূতির মৃত্যু

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

 ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভৈরবা বাজারের মডার্ন প্রাইভেট হাসপাতাল এন্ড ক্লিনিকে কামরুন্নাহার (২৬) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। তিনি বাঁমবাড়িয়া ইউনিয়নের গাড়াপোতা গ্রামের জাহাঙ্গীর হোসেনের স্ত্রী।
এ ঘটনায় ক্লিনিকের মালিক ডাক্তার আবুল বাশারকে লাঞ্ছিত করেন গ্রামবাসি। প্রসূতির স্বামী জাহাঙ্গীর হোসেন জানান, শুক্রবার রাতে স্ত্রীর প্রসাব বেদনা উঠলে নিকটস্থ ভৈরবা বাজারের মডার্ন প্রাইভেট হাসপাতাল এন্ড ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। এ সময় রোগীর পানি ভেঙে গেছে এই অজুহাতে ডাক্তার আবুল বাশার তার স্ত্রীকে সিজার করেন। সিজারের পর শুরু হয় রোগীর প্রচুর রক্তক্ষরণ। রক্ত বন্ধ না হওয়ায় তাড়াহুড়া করে কামরুন্নাহারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথিমধ্যে প্রসূতি মারা যায়। এদিকে ক্লিনিক মালিক আবুল বাশার গতকাল সকালে অর্থের বিনিময়ে সমঝোতা করে লাশ দেখতে যান গাড়াপোতা গ্রামে। এ সময় গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে ডাক্তারকে মারপিট করে। খবর পেয়ে ভৈরবা পুলিশ ফাড়ির সদস্যরা তাকে উদ্ধার করে। স্থানীয় বাঁশবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালেক জানান, শনিবার সকালে তিনি এমন ঘটনার কথা শুনেছেন। ভৈরবা বাজারের মডার্ন প্রাইভেট হাসপাতাল এন্ড ক্লিনিকের মালিক ডাক্তার আবুল বাশারের বক্তব্য নিতে তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যক্তিগত ফোনটি বন্ধ পাওয়া যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্লিনিকে প্রসূতির মৃত্যু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ