Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ফ্রান্সে বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষ : ভাঙচুর

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

বিক্ষোভের ১৩তম সপ্তাহেও ফ্রান্সের রাজপথ উত্তাল করে রেখেছে ইয়েলো ভেস্ট আন্দোলনকারীরা। শনিবার প্যারিসসহ ফ্রান্সের অন্যান্য শহরে তারা সংঘর্ষে জড়িয়েছে পুলিশের সঙ্গে। পুলিশের ছোঁড়া ছোট বিস্ফোরকে গুরুতরভাবে আহত হয়েছে এক আন্দোলনকারী। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইয়েলো ভেস্টের পক্ষ থেকে পুলিশি দমন পীড়নের প্রতিবাদ জানানো যেমন হয়েছে, তেমনি এ সপ্তাহের বিক্ষোভ কর্মসূচিতে সহিংসতা কমিয়ে আনার চেষ্টা করতেও দেখা গেছে তাদের। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, দেশজুড়ে ১২ হাজারের মতো আন্দোলনকারী বিক্ষোভে রাস্তায় নেমেছিল। আর প্যারিসের রাস্তায় ছিল হাজার চারেক মতো। কিন্তু দেশটির পুলিশের সূত্রগুলো বলছে ভিন্ন কথা। তাদের হিসেবে মতে প্যারিসের বাইরে ২১ হাজারের মতো বিক্ষোভকারী রাস্তায় নেমেছিল। বিক্ষোভে অংশ নেওয়া একজন হফ সালোন। তিনি একজন কমপিউটার ইঞ্জিনিয়ার। তার ভাষ্য, ‘আমরা শিশু নেই। আমরা আসলেই আমাদের পছন্দ-অপছন্দ নির্ধারণের অধিকার চাই। রাজনীতিবিদদের পছন্দের তালিকা গ্রহণযোগ্য নয়।’ ফ্রান্সের মোটরযান আইন অনুযায়ী, বেশি আলো প্রতিফলিত করে এমন এক ধরনের বিশেষ নিরাপত্তামূলক জ্যাকেট গাড়িতে রাখতে হয় চালকদের। এর রঙ সবুজাভ হলুদ (ইয়েলো)। আন্দোলনকারীরা এই জ্যাকেট (ভেস্ট) পরে বিক্ষোভের সূচনা করেছিল বলে আন্দোলনটি পরিচিতি পায় ‘ইয়েলো ভেস্ট’ নামে। এই আন্দোলনের কোনও ঘোষিত কেন্দ্রীয় নেতৃত্ব নেই। গত নভেম্বরে শুরু হওয়া তাদের কর্মসূচিতে উত্তাল হতে শুরু করে প্যারিসসহ ফ্রান্সের বড় বড় সব শহর। জ্বালানি তেলের ওপর কর বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে রাস্তায় নেমে আসে সেইসব মানুষ, অর্থনৈতিক চাপে যারা এমনিতেই পর্যদুস্ত। ফ্রান্সে শনিবারের বিক্ষোভ কর্মসূচিতে জাতীয় পরিষদ ও সিনেটের মতো প্রতিষ্ঠানের চিহ্ন প্রদর্শন করতে দেখা গেছে। বাধা পেয়ে বিক্ষোভকারীদের কেউ কেউ পুলিশের দিকে ঢিল ছুড়েছে। তারা একটি স্কুটার ও পুলিশের একটি গাড়িতেও আগুন ধরিয়ে দিয়েছে। কিছু দোকানপাট ভাঙচুরের শিকার হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিতে পুলিশ ‘স্টিং বল গ্রেনেড’ ছুড়েছিল। এক বিক্ষোভকারী হাত দিয়ে তুলতে গেলে একটি ‘স্টিং বল গ্রেনেড’ বিস্ফোরিত হয়। এতে ওই তার এক হাত গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আরেক ব্যক্তিকে দেখা গেছে পুলিশের ব্যারিকেডের সামনে, যার মাথা দিয়ে গড়িয়ে রক্ত পড়ছিল। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফ্রান্সে বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ