Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

গাঙচিল সিনেমার শুটিংয়ে আহত ফেরদৌস ও পূর্ণিমা

নোয়াখালী ব্যুরো : | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

২০১৪ সালে প্রকাশিত বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সৃজিত গাঙচিল উপন্যাস অবলম্বনে ‘গাঙচিল’ সিনেমার শুটিং চলাকালে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন ছবিটির নায়ক ফেরদৌস ও নায়িকা পূর্ণিমা।
গতকাল দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরএলাহি ইউনিয়নের চর মন্ডলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। বিকেল সোয়া তিনটার দিকে তাদের আঘাত পাওয়া স্থানগুলোতে ব্যাথা অনুভব করলে হাসপাতালে আনা হয়।
জানা গেছে, গত কয়েক দিনের মত গতকাল সকালে ‘গাঙচিল’ ছবির শুটিংয়ের কাজ শুরু হয়। দুপুরে ছবির নায়িকা এনজিও কর্মী মোহনা (পূর্ণিমা) মোটরসাইকেল নিয়ে একটি শর্ট নিচ্ছিলেন। এসময় মোটরসাইকেলের পিছনে ছবির নায়ক সাংবাদিক সাগর (ফেরদৌস) বসা ছিল। গাড়িটি চলার একটু পর স্লিপ করে উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এতে তাদের দু’জনের শরীরের বিভিন্ন অংশে আঘাত লাগে ও কয়েকটি অংশ থেকে রক্তক্ষরণ হয়। তাদের উদ্ধার করে বসুরহাট সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। সেন্টাল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আ ফ ম আবদুল হক জানান, তাদের শরীরে এক্সরে করা হয়েছে। রিপোর্টে বড় ধরনের কোন সমস্যা পাওয়া যায়নি। তবে তাদের কয়েকদিন বিশ্রামে থাকতে হবে।প্রসঙ্গত, গত ৬ ফেব্রুয়ারি থেকে নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালনায় ও ইচ্ছেমত এবং নুজহাত ফিল্মসের প্রযোজনায় ‘গাঙচিল’ সিনেমাটির শুটিং এর প্রথম পর্বের কাজ নোয়াখালীর কোম্পানীগঞ্জে শুরু হয়। সিনেমায় অতিথি শিল্পি হিসেবে রয়েছেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবিটির চিত্রনাট্য লিখেছেন, মারুফ রেহমান ও প্রিয় চট্রোপাধ্যায়। শুটিং চলবে আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গাঙচিল সিনেমার শুটিং
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ