Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

চাকরিচ্যুত গার্মেন্টস শ্রমিকদেরকে পুনর্বহালের দাবি

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ৫:৪৩ পিএম

গত ডিসেম্বর-জানুয়ারি মাসে পোশাক শিল্পে ঘোষিত মজুরিকে কেন্দ্র করে শ্রমিকদের বিরুদ্ধে ঢালাওভাবে বিভিন্ন কারখানার দায়ের করা মামলা প্রত্যাহার এবং গণহারে চাকরিচ্যুত শ্রমিকদেরকে পুনর্বহালের দাবি জানিয়েছে ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিলের চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, মহাসচিব সালাউদ্দিন স্বপন, সিনিয়র ভাইস চেয়ারম্যান আমিরুল হক আমিন, সাবেক মহাসচিব তৌহিদুর রহমান, কেন্দ্রীয় নেত্রী নাজমা আক্তার প্রমুখ।

বক্তারা বলেন, মালিকরা শ্রমিকদের আন্দোলন থেকে মুক্তি পেয়েই শ্রমিকদের ওপর মামলা, হামলা, গ্রেফতার এবং চাকরি থেকে গণহারে বহিষ্কারের মহাউৎসব শুরু করে। যার ফলে এ পর্যন্ত সাভার, আশুলিয়া এবং গাজীপুরের বিভিন্ন থানায় ৩৪টি মামলায় প্রায় সাড়ে তিন হাজার শ্রমিককে আসামি করা হয়েছে। এসব মামলায় ইতোমধ্যে শতাধিক শ্রমিককে গ্রেফতার করা হয়েছে এবং হাজার হাজার শ্রমিককে বিভিন্ন পন্থায় চাকরিচ্যুত করেছে। যা পোশাক শিল্পের সকল রেকর্ড অতিক্রম করেছে।

তারা বলেন, শ্রম অসন্তোষকে পুঁজি করে পোশাক শিল্পের মালিকরা শ্রমিকদের বিভিন্ন কায়দায় অমানুষিকভাবে নির্যাতন করে যাচ্ছে। যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, নিরাপরাধ কোনো শ্রমিক একক বা দলগতভাবে অবৈধভাবে চাকরিচ্যুত বা কালো-তালিকাভুক্ত করে জীবন-জীবিকার পথ রুদ্ধ করা মানবাধিকারের পরিপন্থী।

এ সময় বক্তারা কিছু দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে- সকল মিথ্যা মামলা প্রত্যাহার, গ্রেফতার শ্রমিকদের মুক্তি, চাকরিচ্যুত সকল শ্রমিকদেরকে কাজে পুনর্বহাল এবং মজুরির গেজেট প্রকাশের পর থেকে প্রোডাকশনের নামে টার্গেট দিয়ে চলমান শ্রমিক হয়রানি বন্ধ করা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গার্মেন্ট শ্রমিক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ