Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

কেইট উইন্সলেট পানির নিচে ৭ মিনিট শ্বাস বন্ধ করে ছিলেন

গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

চলচ্চিত্র নির্মাতা জেমস ক্যামেরন জানিয়েছেন অস্কারজয়ী অভিনেত্রী কেইট উইন্সলেট খুব আগ্রহ নিয়ে ‘অ্যাভাটার’ সিকুয়েলের পানির নিচে চিত্রায়িত দৃশ্যগুলোতে অভিনয় করেছেন। তিনি জানান এই দৃশ্য চিত্রায়নের আগে প্রশিক্ষণের সময় কেইট সাত মিনিটেরও বেশি সময় শ্বাস বন্ধ করে রেখেছেন। ক্যামেরন বলেন, “সে এই দৃশ্যে অংশ নেবার ব্যাপারে খুব আগ্রহী ছিল, আমার মনে হয় সে প্রশিক্ষণের সময় সাড়ে সাত মিনিট শ্বাস বন্ধ করে রাখতে পেরেছে। পানির নিচে দুই আড়াই মিনিট শ্বাস বন্ধ রাখার দৃশ্যে সে নিয়মিত অংশ নিত।” “চরিত্রটির জন্য যে শারীরিক সামর্থ্য প্রয়োজন তা সে অর্জন করেছিল। তার সঙ্গে কাজ করা ছিল স্বপ্নের মত, প্রথমবার যেমন যন্ত্রণাদায়ক ছিল তেমন নয়। আরে না, টাইটানিকের সময়ও সে স্বপ্নের মত ছিল।” ২০০৯ সালের ‘অ্যাভাটার’-এর সিকুয়েলে কেইটের সঙ্গে শিল্পী তালিকায় আছেন- জোয়ি সালডানা, সিগর্নি উইভার, উনা চ্যাপলিন, স্টিফেন ল্যাঙ এবং ডেভিড থিউলিস। আসন্ন চলচ্চিত্রটির প্রযোজনা, পরিচালনা এবং সহ-কাহিনীকারের দায়িত্বে আছেন জেমস ক্যামেরন। সায়েন্স ফিকশন চলচ্চিত্রটিতে অনেকগুলো পানির নিচের দৃশ্য আছে বলে জানা গেছে। ‘অ্যাভাটার টু’ ২০২০ সালের ডিসেম্বরে মুক্তি পাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিনেত্রী


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ