Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

কাজিপুরের ১২ ইউনিয়নে ৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায়

প্রকাশের সময় : ১৫ মে, ২০১৬, ১২:০০ এএম

কাজিপুর (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা

আগামী ২৮ মে অনুষ্ঠিতব্য পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ৫টি ইউনিয়নে আ.লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এরা হলেন- সোনামুখী ইউনিয়নে শাহজাহান আলী, গান্ধাইল ইউনিয়নে আশরাফুল আলম, খাসরাজবাড়ী ইউনিয়নে গোলাম রব্বানী, তেকানী ইউনিয়নে হারুন অর রশিদ ও মনসুরনগর ইউনিয়নে আব্দুর রাজ্জাক। গত ১২ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে এই ঘোষণা দেয়া হয়। এছাড়া সাধারণ সদস্যপদে সোনামুখী ইউনিয়নের ২নং ওয়ার্ডে ১জন, কাজিপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে ১জন, চরগিরিশ ইউনিয়নের ৬ ও ৯নং ওয়ার্ডে ২জন তেকানী ইউনিয়নের ৬নং ওয়ার্ডে ১জন এবং সংরক্ষিত সদস্যপদে নিশ্চিন্তপুর ইউনিয়নের ১,২ ও ৩নং ওয়ার্ডে ১জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ বিষয়টি নিশ্চিত করেন কাজিপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আমিনুল ইসলাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাজিপুরের ১২ ইউনিয়নে ৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায়
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ