Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

শুরু হলো ড্রিংক ইট তোমার গল্পে সবার ঈদ সিজন-৫

প্রকাশের সময় : ১৫ মে, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ৫ম বারের মতো শুরু হয়েছে ‘ড্রিংক ইট তোমার গল্পে সবার ঈদ সিজন-৫’। এবারের প্রতিযোগিতার নাম ‘লেখো গল্প, হও নাট্যকার’। ইতিমধ্যে এই প্রতিযোগিতা তরুণ গল্পকার ও নাট্যকার তৈরির সবচেয়ে বড় আয়োজনে পরিণত হয়েছে। নির্বাচিত সেরা ৫ গল্পকারের ৫টি গল্প থেকে তৈরি করা হবে ৫ টি ঈদের নাটক। নাটক নির্মাণ করবেন দেশের ৫ জনপ্রিয় নির্মাতা। শ্রেষ্ঠ ৫ গল্পকারের প্রত্যেকেই পুরস্কার হিসেবে পাবেন পঞ্চাশ হাজার টাকা। এই কর্যক্রমের বিচারক হিসেবে থাকছেন দেশের খ্যাতিমান লেখক সেলিনা হোসেন, ইমদাদুল হক মিলন ও আনিসুল হক। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণ আর এফ এল গ্রæপের সহযোগী প্রতিষ্ঠান পি আর প্রোডাকশনের প্রধান মাসুদুজ্জামান, মিডিয়া প্রধান সুজন মাহমুদ, বৈশাখী টেলিভিশনের অনুষ্ঠান প্রধান আহসান কবীর, উপ-মহাব্যবস্থাপক বিক্রয় ও বিপণন সজল সাহা। প্রতিযোগিতায় গল্প পাঠানোর শেষ সময় আগামী ২৪ মে। গল্প পাঠাতে হবে, তোমার গল্পে সবার ঈদ, বৈশাখী টেলিভিশন, ৩২, মহাখালী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২ এই ঠিকানায়। এ ছাড়া ই-মেইল- ংড়ঢ়হড়ঢ়ঁৎড়হ@নড়রংযধশযর.ঃা পাঠানো যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শুরু হলো ড্রিংক ইট তোমার গল্পে সবার ঈদ সিজন-৫
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ