Inqilab Logo

ঢাকা, শনিবার, ২৪ আগস্ট ২০১৯, ০৯ ভাদ্র ১৪২৬, ২২ যিলহজ ১৪৪০ হিজরী।

শিবগঞ্জে অস্ত্র-গুলিসহ শ্রমিক লীগ নেতা আটক

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি বিদেশি পিস্তল, একটি শুটার গান, একটি ম্যাগাজিন ও সাত রাউন্ড গুলিসহ সোনামসজিদ স্থলবন্দর শ্রমিক লীগ নেতাকে আটক করেছে র‌্যাব। আটককৃত ব্যক্তি হল- সোনামসজিদ বালিয়াদিঘির মৃত আলিম উদ্দিনের ছেলে সেনাউল ইসলাম (৪৪) ও স্থলবন্দর শ্রমিক সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক। র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল শুক্রবার ভোরে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল সোনামসজিদ বালিয়াদিঘির সেনাউল ইসলামের নিজ বাড়িতে অস্ত্র ও গুলিসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন