Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

মানবিক সমাজ গঠনে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে : ভূমিমন্ত্রী

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

মানবিক সমাজ গঠনে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ভ‚মিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, তাদের ভেতরে যদি মানবিকতা না থাকে, তাহলে দেশ এগিয়ে যাবে না। দেশকে এগিয়ে নিতে নতুন প্রজন্মকে এসব গুণ অর্জন করতে হবে। গতকাল শুক্রবার নগরীর নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ‘মানবিক মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দৈনিক পূর্বকোণ আয়োজিত এ মেলায় ৫০টি স্বেচ্ছাসেবী সংস্থা অংশ নেয়।
করপোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (সিএসআর)’র আওতায় সামাজিক দায়বদ্ধতা নিশ্চিত করতে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে করমুক্ত সুবিধা দেয়া হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, সিএসআরের মাধ্যমে সরকার চেষ্টা করছে সামাজিক দায়বদ্ধতা নিশ্চিত করতে। যারা এ তহবিলে সহায়তা করছে, সরকার তাদেরকে করমুক্ত সুবিধা দিচ্ছে। শুভেচ্ছা বক্তব্যে পূর্বকোণ সম্পাদক ডা. রমিজ উদ্দিন চৌধুরী বলেন, যারা এ জনপদের পরিবর্তনের কারিগর, তাদের সকলের কাছে পরিচিত করার জন্যই এ আয়োজন। এতে বক্তব্য রাখেন দি পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী, কর আপিল ট্রাইব্যুালের কমিশনার বাদল সৈয়দ প্রমুখ।
উদ্ভাবনী জ্ঞান, মেধা এবং জনহিতকর কার্যক্রমের মাধ্যমে যারা সমাজ তথা দেশের সার্বিক উন্নয়নে অবদান রেখে চলেছে এ ধরনের ৫০টি স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের ৫০টি স্টল ছিল মেলায়। সকালে নগরীর জমিয়তুল ফালাহ মোড় থেকে মেলা পর্যন্ত সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়। বিকেলে মেলায় চট্টগ্রামের পাবলিক ও প্রাইভেট বিশ^বিদ্যালয়ের ভিসিগণ প্রেরণাদায়ক বক্তব্য রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভূমিমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ