Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বইমেলায় পান্থ আফজালের তারার মুখে তারার গল্প

বিনোদন ডেস্ক: | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

বাংলাদেশ প্রতিদিনের ফিচার বিভাগের সাংবাদিক পান্থ আফজাল। তিনি নিজে একজন সাংস্কৃতিক কর্মী। যুক্ত রয়েছেন থিয়েটার এবং আবৃত্তি সংগঠনের সঙ্গে। অন্যদিকে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার ফলে দেশের সাংস্কৃতিক কর্মী, শিল্পী ও সংগঠকদের সঙ্গে তাকে নিবিড়ভাবে কাজ করতে হয়। তাদের অনেকের সঙ্গে পেশাগত কারণে আলাপচারিতার সুযোগ হয়েছে তার। এরকম বিশিষ্ট ৫১ জন সাংস্কৃতিক কর্মীর সাক্ষাৎকার নিয়ে প্রকাশিত হয়েছে তার বই তারার মুখে তারার গল্প। বইটিতে সংগীত, নাটক, থিয়েটার, নৃত্য, আবৃত্তি, চলচ্চিত্র বিষয়ে দেশি-বিদেশি খ্যাতিমান একাধিক ব্যক্তির আলাপচারিতা স্থান পেয়েছে। এতে তাদের ব্যক্তিগত, সাংস্কৃতিক জীবন, কর্ম-অভিজ্ঞতার নানা দিক উঠে এসেছে। বইটি বইমেলায় নিয়ে এসেছে দেশ পাবলিকেশন্স। ম–ল্য রাখা হয়েছে ৪০০ টাকা। বইমেলার ৩৮৮-৩৮৯ নম্বর স্টলে শ্রীঘ্রই পাওয়া যাবে বইটি। পান্থ আফজাল জানান, এটি আমার প্রথম বই। দেশী-বিদেশী রঙ্গিন অঙ্গনের তারকাদের সঙ্গে আলাপচারিতা, আড্ডাসহ বিভিন্ন অজানা বিষয় এই বইটিতে তুলে ধরেছি। আশা করছি, বইটি পাঠকের আনন্দ দেবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বইমেলায় পান্থ আফজালের
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ