Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সাভারে পোশাক শ্রমিক গণধর্ষণের শিকার

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৪৩ এএম | আপডেট : ১১:৪৫ এএম, ১৭ ফেব্রুয়ারি, ২০১৯

সাভারে এক নারী পোশাক শ্রমিক (২০) গণধর্ষণের শিকার হয়েছেন। এঘটনায় রবিবার সকালে ধর্ষিতার ভাই আরিফ হোসেন বাদী হয়ে সাভার মডেল থানায় একটি অভিযোগ দিয়েছেন। 

গণধর্ষণের শিকার ওই পোশাক শ্রমিকের ভাই আরিফ জানান, তার বোন গেল চার মাস হয় হেমায়েতপুরের নতুনপাড়া এলাকায় আমান গামের্ন্টস ও নিটিং কারখানায় হেলপার পদে চাকুরী করা কালীন ওই কারখানার লাইন ওপারেটর রাকিবের সাথে প্রেমের সর্ম্পক হয়।
পরে বিশ্ব ভালোবাসা দিবসে রাত ৮টা দিকে রাকিব তার প্রেমিকাকে হেমায়েতপুর বালুর মাঠে ডেকে নিয়ে যায়। সেখানে আগে থেকেই উপস্থিত রাকিবের বন্ধু সুলতানসহ আর ২/৩জন মিলে জোরপূর্বক ভয়ভিতি দেখিয়ে গণধর্ষণ করেন। ধর্ষণের ঘটনাটি কাউকে বললে ওই যুবকরা তাকে হত্যা করবে বলে হুমকি দেন।
পরে রবিবার সকালে সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।
পুলিশ গণধর্ষণের শিকার পোশাক শ্রমিককে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান ষ্টফ ক্রাইসিস সেন্টারে পাঠিয়েছেন।
এবিষয়ে সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্য পরিদর্শক গোলাম নবী বলেন, ধর্ষণকারীদের আটক করার প্রক্রিয়া চলছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গণধর্ষণ

১৯ এপ্রিল, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ