Inqilab Logo

ঢাকা, রোববার, ১৮ আগস্ট ২০১৯, ০৩ ভাদ্র ১৪২৬, ১৬ যিলহজ ১৪৪০ হিজরী।

ডি এ তায়েবের প্রশংসা করলেন শাকিব খান

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

আগামী ২২ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে জনপ্রিয় অভিনেতা ডি এ তায়েবের নতুন সিনেমা অন্ধকার জগৎ। সিনেমাটি পরিচালনা করেছেন বদিউল আলম খোকন। এতে ডি এ তায়েবের সঙ্গে নায়িকা হয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সিনেমাটির মুক্তি উপলক্ষে গত শনিবার এফডিসির ৮ নম্বর ফ্লোরে এক প্রিমিয়ার শো হয়। এতে উপস্থিত হন শাকিব খান। সিনেমাটি দেখে শাকিব ডি এ তায়েবের উচ্ছ¡সিত প্রশংসা করেন। তিনি বলেন, অন্ধকার জগৎ একটি ভাল সিনেমা। আন্ডারওয়ার্ল্ড ও তা দমনের একটি টানটান উত্তেজনার গল্প রয়েছে। ডি এ তায়েবসহ সবাই খুব ভাল অভিনয় করেছেন। ছবিটির চিত্রনাট্য, কালার সবই আকর্ষণীয়। আমি আশাবাদী সিনেমাটি ভাল চলবে। দর্শকদের ভাল লাগবে। শকিব বলেন, ডি এ তায়েব একজন পুলিশের কর্মকর্তা হয়েও দীর্ঘদিন নিয়মিত শিল্পচর্চা করে যাচ্ছেন। এটা আমাকে খুব অনুপ্রাণিত করে। তিনি সিনেমার ক্রান্তি কালে এগিয়ে এসেছেন। আগামীতে তিনি আরও ভাল কাজ নিয়ে নিয়মিত হবেন, এ প্রত্যাশা করি। শকিবের প্রশংসায় বিনয়ী হয়ে ডি এ তায়েব বলেন, শাকিব খান আমাদের চলচ্চিত্রে গর্ব। বিদেশেও তার ঈর্ষণীয় জনপ্রিয়তা রয়েছে। তিনি আমার সিনেমাটি নিয়ে অনেক প্রশংসা করেছেন। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। সিনেমাটির প্রিমিয়ারে এসে তিনি আমাকে অনুপ্রাণিত করেছে। তিনি কলকাতায় ছিলেন। সেখান থেকে ঢাকায় ফিরেই সরাসরি প্রিমিয়ারে যোগ দিয়েছেন। তার প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞ।' 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ