Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিমানের দরজায় ত্রুটি : মাসকটগামী ফ্লাইট বাতিল

প্রকাশের সময় : ১৫ মে, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : দরজায় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় বাংলাদেশ বিমানের মাসকটগামী একটি ফ্লাইট বাতিল করা হয়েছে। গতকাল (শনিবার) সকাল সাড়ে নয়টার দিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। উড্ডয়নের আগে বাংলাদেশ বিমানের মাসকটগামী ফ্লাইটটির দরজা বন্ধ না হওয়াতে সেটি বাতিল করে কর্তৃপক্ষ। সকাল ৯টায় বিজি-১২৩ নম্বর ফ্লাইটটি মাসকটের উদ্দেশে যাত্রা করার কথা ছিল।
বিমানবন্দর সূত্রে জানা যায়, বোডিং ব্রিজ দিয়ে যাত্রীরা বিমানে উঠে আসন গ্রহণ করেন। বোডিং ব্রিজ থেকে রানওয়েতে যাওয়ার জন্য প্রস্তুত বিমানটি বোডিং ব্রিজ সরে আসার আগেই পেছনে সরে আসে। এতে বিমানের দরজা বোডিং ব্রিজের সঙ্গে আটকে যায়।
পরে যাত্রীদের ওই বিমান থেকে নামিয়ে দুপুরে আরেকটি বিমানে করে গন্তব্যে পৌঁছে দেয়া হয়। বিমানবন্দরের ব্যবস্থাপক জানান, যান্ত্রিক ত্রæটির কারণে ওই ফ্লাইটের যাত্রা বাতিল করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিমানের দরজায় ত্রুটি : মাসকটগামী ফ্লাইট বাতিল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ