Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিষ-ভেজালমুক্ত ইফতারি নিশ্চিতের দাবি

প্রকাশের সময় : ১৫ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিষ ও ভেজালমুক্ত ইফতারি সামগ্রী নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন-সহ (পবা) বিভিন্ন সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে গতকাল (শনিবার) এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, পবিত্র রমজান মাস শুরু হতে আর মাত্র তিন সপ্তাহ বাকি। মাসকে সামনে রেখে বিভিন্ন খাদ্যপণ্য বিশেষ করে ইফতারিতে ব্যবহৃত পণ্যের উৎপাদন ও আমদানি মজুতকরণের ব্যাপক কার্যক্রম চলছে।
তারা আরো বলেন, কতিপয় অসাধু শিল্পপতি, উৎপাদনকারী, আমদানিকারক, কৃষক, ব্যবসায়ী, মজুতদার, পাইকারী ও খুচরা বিক্রেতারা অধিক মুনাফার লোভে খাদ্য পণ্যে ক্ষতিকর রাসায়নিক ও ভেজালের মিশ্রণ করে। যা মানুষকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে এবং আগামী প্রজন্ম বিভিন্ন গুরুতর স্বাস্থ্য ঝুঁকি নিয়ে বড় হচ্ছে।
এ কারণে আসন্ন রমজানকে সামনে রেখে জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে অবিলম্বে বিষ ও ভেজালমুক্ত ইফতার সামগ্রী নিশ্চিত করতে সরকারের বিভিন্ন সংস্থা এবং সংশ্লিষ্ট সকলের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।
পাশাপাশি ভোক্তা অধিকার আইন, ২০০৯ কঠোরভাবে বাস্তবায়ন এবং ফরমালিন নিয়ন্ত্রণ আইন ২০১৫, খাদ্য আইন ২০১৩ দ্রæত বাস্তবায়নের দাবির কথাও উল্লেখ করেন বক্তারা।
পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), পল্লীমা গ্রীণ, নাগরিক অধিকার সংরক্ষণ ফোরাম (নাসফ), বারসিক, গ্রিন মাইন্ড সোসাইটি, পরিবেশ উন্নয়ন সোসাইটি, ইয়ুথ সান, মর্ডান ক্লাব, পুরান ঢাকা নাগরিক উদ্যোগ নামক বিভিন্ন সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিষ-ভেজালমুক্ত ইফতারি নিশ্চিতের দাবি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ