Inqilab Logo

ঢাকা, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯, ০৮ কার্তিক ১৪২৬, ২৪ সফর ১৪৪১ হিজরী

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সাবেক মেয়র মনজুর আলম

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ৬:৩৪ পিএম

‘আলহাজ মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনে’র উদ্যোগে সোমবার নগরীর চাক্তাই বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও সাবেক সিটি মেয়র এম মনজুর আলম। তিনি অসহায় পরিবারগুলোর মাঝে শাড়ি, লুঙ্গি, চাল ও অন্যান্য ত্রাণসামগ্রী বিতরণ করেন। এর আগে তিনি ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন ও অসহায় পরিবারগুলোর খোঁজ-খবর নেন এবং তাদের সান্তনা দেন। রোববার ভোরে এক অগ্নিকা-ে ৮ জনের মৃত্যু হয়। পুড়ে যায় দুই শতাধিক বসতঘর। 

মনজুর আলম বলেন, আলহাজ মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন সব সময় মানব সেবায় নিয়োজিত। অসহায়-ক্ষতিগ্রস্তদের সাহায্য-সহযোগিতা করা সমাজের বিত্তবানদের দায়িত্ব। এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর মোহাম্মদ নুরুল হক, লুৎফুন্নেছা দোভাস, মোহাম্মদ জামাল আহাম্মদ, নুরুল আলম, জাহাঙ্গীর অলম প্রমুখ। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন