Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

‘ব্যাটম্যান’ থেকে বেন অ্যাফ্লেক যে কারণে সরে এসেছেন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

অভিনেতা বেন অ্যাফ্লেক জানিয়েছেন আসন্ন স্বতন্ত্র ‘ব্যাটম্যান’ চলচ্চিত্রটির ধারণাটি তার বোধগম্য না হবার কারণে তিনি সেটি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। গত জানুয়ারিতে ঘোষণা দেয়া হয় ম্যাট রিভসের পরিচালনায় নির্মিতব্য ‘দ্য ব্যাটম্যান’ নামের স্বতন্ত্র চলচ্চিত্রটিতে অ্যাফ্লেক আর ফিরছেন না। এর আগে এই চলচ্চিত্রটি পরিচালনার প্রস্তাবও তিনি ফিরিয়ে দেন। ফিল্মটি মুক্তি পাবে ২০১২-এর ২৫ জুন। অ্যাফ্লেক (৪৬) ‘জিমি কিমেল লাইভ!’ টিভি অনুষ্ঠানে ‘ব্যাটম্যান’ ছাড়ার পেছনে তার যুক্তি বর্ণনা করেন। তিনি বলেন, “আমি এর (‘ব্যাটম্যান’) একটি সংস্করণ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছিলাম, অসাধারণ একজন চিত্রনাট্যকারের সঙ্গে আলাপও করেছিলাম, কিন্তু আমি এটি চূড়ান্ত করতে পারিনি, আমি এর ধারণাটিই বুঝতে পারিনি।” “তাই, আমি ভাবলাম অন্য কেউ এই সুযোগ সদ্ব্যবহার করুক। তারা দক্ষ কিছু মানুষ পেয়েছে, আমি রোমাঞ্চিত।” সেরা চিত্রনাট্যের জন্য অস্কারজয়ী অভিনেতাটি ২০১৬’র ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান : ডন অফ জাস্টিস’ এবং ২০১৭’র ‘জাস্টিস লিগ’ ফিল্ম দুটিতে ব্যাটম্যানের ভূমিকায় অভিনয় করেছেন। চলতি ‘ব্যাটম্যান’ পর্বে তরুণ এক ব্যাটম্যান তথা ব্রæস ওয়েনকে দেখান হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ